
বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ০২(দুই) কেজি গাঁজা ও ০১(এক) টি মোটরসাইকেলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ১৩/০৬/২০২২ খ্রিঃ ১৩.৩০ ঘটিকার সময় কাহালু থানাধীন ভালসুন নতুন বাজারের উত্তর পার্শে ইন্দুখুর টু বিজরুলগামী পাকা রাস্তার পূর্ব পার্শে মো: আ: রশিদ, পিতা মৃত আবু বক্কর এর ২য় তলা বিল্ডিংয়ের সামনে (পশ্চিম পার্শে) হইতে ০২(দুই) কেজি গাঁজা ও মাদকের কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন পুরাতন মোটরসাইকেলসহ আসামী মোঃ আরিফ ওরফে লিটন (৩০), পিতা মো: আফজাল হোসেন, মাতা মোছা: বিলকিছ, সাং উত্তর দেবখন্ড, থানা কাহালু, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া কাহালু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রহিয়াছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।