
আব্দুল খালেক সুমন।।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১, এর চুড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ১৮-০৬-২০২২ তারিখ আচমত আলী খান স্টেডিয়াম, মাদারীপুর এ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বাফুফে নির্বাহী সদস্য জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, মাদারিপুর জেলা পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার), উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ওবাইদুর রহমান খান, মেয়র মাদারীপুর পৌরসভা জনাব মোঃ খালিদ হোসেন ইয়াদ ও বাফুফে মিডিয়া কমিটির সদস্য জনাব মোঃ রিয়াদ মাহমুদ ।
‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১” এর চুড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা দুপুর ১:৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা ফুটবল দল বনাম চট্টগ্রাম জেলা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ফুটবল দল ৩-০ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে।