
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রবিবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় । প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান । প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক প্রভাষ গাইন সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীবৃন্দ ।