ইন্দ্রজিৎ টিকাদার,

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় ঈদ চলে গেলেও ঈদের বাড়তি আমেজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধর্ম প্রাণ মানুষ । গত মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা অফিস চত্বরে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য পরিলক্ষিত হয় । অফিস আদালতে কোন লোকজনের দেখা নেই বললেই চলে । ঈদ চলে গেলেও ঈদের আমেজ নিয়ে সাধারণ মানুষ ব্যস্ত সময় কাটাচ্ছেন । সেই সুযোগে সাধারণ মানুষের পাশাপাশি অফিস আদালতের অফিসারাও ঈদ পরবর্তী আমেজ থেকেও বঞ্চিত হতে নারাজ । অপরদিকে ঈদ পরবর্তী আমেজকে প্রাণবন্ত করতে উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে । তবে আজ বুধবার থেকে অফিস আদালতের কাজ পূর্বের মত স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ । অন্যদিকে ঈদ পরবর্তী বাড়তি আমেজ উপভোগ করতে গিয়ে অনেকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে । অন্যদিকে ঈদ পরবর্তী বাড়তি আমেজ উপভোগ করতে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় টিকাদার বাড়ির সামনে পথচারী মহিলাকে বাঁচাতে এগিয়ে দ্রুত গতির একটি ইজিবাইক উল্টে গেলে অন্য দিক থেকে একটি মটরসাইকেল এসে পড়লে মটরসাইকেল আরোহী ও ইজিবাইক যাত্রীর প্রায় ৩/৪ জন মারাত্মক আহত হন । এদের মধ্যে একজন যাত্রীর পা ভেঙ্গে যায় । এছাড়া ওই একই সড়কে সকল ৮টায় কালিদাস টিকাদার স্মরণী রাস্তার সংলগ্ন মানবসেবায় সামনে ভ্যান ও আলম সাধু মুখোমুখি সংঘর্ষে শিশু সহ কমপক্ষে ৪/৫ জন মারাত্মক আহত হন । এদের মধ্যে শিশু সহ দুই জনের পা ভেঙ্গে যায় । স্থানীয় লোকজন ছুটে এসে পৃথক পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে বলে জানিয়েছে । ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তীর এব্যাপারে জানতে চাইলে নির্বাহী অফিসার ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মমিনুর রহমান বলেন, ঈদুল আজহার উৎসবে কোন প্রকার নাশকতা ছাড়াই সম্পন্ন হয়েছে এ কারণে সর্ব প্রথমে আল্লাহ পাককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি । পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক প্রশাসনের যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন নিরলসভাবে কাজ করেছেন তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি । সর্বশেষ ঈদ আজাহার সকল ধর্মপ্রাণ মুসল্লি ও উপজেলা বাসীদেরও সার্বিক সহযোগিতা প্রদান করায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *