
ইন্দ্রজিৎ টিকাদার,
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘ এ’ প্লাস ক্যাম্পেইন- ১৫ থেকে ১৯ জুন ২০২২ এর কার্যক্রম সুপারভিশন ও মতবিনিময় সভা গতকাল শনিবার সকাল ১০ টায় স্থানীয় অনুষ্ঠিত হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ঔষধ প্রশাসন অধিশাখা) ডাঃ দুলাল কৃষ্ণ রায় । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ কামাল হোসেন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বাণী সাহা,ডাঃ সাবেরা সারমীন,ডাঃ ইভানা নাসরিন, ডাঃ আশিক দত্ত,ডাঃ রাহুল দেব ,ডাঃ শামীম রহমান,ডাঃ জান্নাতুল ফেরদৌস সম্পা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দৈনিক দেশসংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শক মোঃ মোস্তফা আকঞ্জী, সাংবাদিক ও ইউপি সদস্য নিখিলেশ গাইন প্রমূখ । অনুষ্ঠানের পূর্বে উপজেলার জলমা ইউনিয়নের মহম্মদনগর , চক্রাখালী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুপারভিশন করেন ।