
বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা জেলার বটিয়াঘাটা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’র আয়োজনে যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা গতকাল সোমবার বেলা ১১ টায় বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রীতি লতা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক,নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস, পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাসরিন, পরিসংখ্যান অফিসার তরফদার নাদিরা পারভিন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, আইটিসি অধিদপ্তরের সহকারী প্রোগ্ৰাম অফিসার শেখ সুমন হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, এরবীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,গৌর পদ টিকাদার,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তফা বিলাল, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক ইমরান হোসেন,সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোয়াদ্দার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, নারীনেত্রী আফরোজা বেগম সুইটি শোভা,মানবাধিকার সংরক্ষণ কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ ওবায়দুল্লাহ, অশোক কুমার মন্ডল, তপতী রাণী বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রাজু হালদার, ফাল্গুনী গোলদার, প্রমূখ ।