1697189230607

বেলহাজ উদ্দিন বাঁধন, স্টাফ রিপোর্টার (বড়াইগ্রাম):

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নাটোরের চলন বিলে সারাদিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর) সকাল ৮টায় চাঁচকৈর খলিফা পাড়া ঘাট থেকে রোমাঞ্চকর নৌকা ভ্রমণ শুরু হয় নাটোর চলন বিল সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ঘণ্টা ৪৫ জন ভ্রমণকারী চলনবিল বক্ষে হাসি-আড্ডায় মেতে থাকেন।

received 226879293486929

এতে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর চলনবিল প্রেসক্লাব মো: আলী আক্কাস ,মোঃ দীল মোহাম্মদ ।
উক্ত নৌকা ভ্রমণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মু অহিদুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি কালের কন্ঠের প্রতিনিধি আলী আক্কাস বলেন, কর্মমুখর জীবনে কাজের ফাঁকে চলন বিলের মাঝ দিয়ে নৌকায় বসে প্রকৃতির অপরূপ রূপ দেখাটা এক অন্যরকম আনন্দ। কর্ম হয় জীবনের ক্লান্তি থেকে একটু স্বস্তির আভাস পেতে এ নৌকা ভ্রমণের আয়োজনে।

img20231013105359

এছাড়াও উক্ত নৌকা ভ্রমন অনুষ্ঠানে ছিল,কবিতা আবৃত্তি গান একক অভিনয় এবং কুইজ প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে নৌকা ভবন সমাপ্ত হয়।
বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নাটোরের চলন বিলে সারাদিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর) সকাল ৮টায় চাঁচকৈর খলিফা পাড়া ঘাট থেকে রোমাঞ্চকর নৌকা ভ্রমণ শুরু হয় নাটোর চলন বিল সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ঘণ্টা ৪৫ জন ভ্রমণকারী চলনবিল বক্ষে হাসি-আড্ডায় মেতে থাকেন।

img20231013165256

By স্টাফ রিপোর্টারঃ বেলহাজ উদ্দিন (বাঁধন)

সাংবাদিক, বড়াইগ্রাম (নাটোর), উপজেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *