
ইয়াছিন আরাফাত স্টাফ রিপোর্টার ।।
যশোর সদরের বসুন্দিয়ার ঘুনী গ্রামে,পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে । নিহত শিশুরা আপন দুই ভাই, ঘুনি গ্রামের মোল্যা বাড়ির রফিকুল ইসলামের পুত্র । মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে এই নিহতের ঘটনা ঘটে।
শিশু দ্বয়ের একজনের বয়স ৭ বছর সে কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং অন্য জনের বয়স ৩ বছর। দুই ছেলে মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । প্রতিবেশী ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ঘুনী গ্রামের মোল্লা বাড়ির রফিকুল ইসলামের তিন পুত্র সন্তান, এর মধ্যে বড় জনের বয়স ১২বছর, ছোট দুজনের এক জনের বয়স ৭, অপর জনের বয়স ৩ বছর।
ঘটনার দিন ৩ অক্টোবর দুপুরে তারা বাড়ির পাশে খেলা করছিল । এরপর কোন একসময় তারা লোক চক্ষুর আড়ালে পুকুরের পানিতে পড়ে যায় । পরিবারের লোকজন দীর্ঘক্ষন তাদের কোন সাড়া না পেয়ে খোজাখুজি করতে থাকে । একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মৃত অবস্থায় তাদের কে উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতেই শিশু দ্বয় কে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।