গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।

দিনাজপুরের কাহারোল উপজেলার ১৯শে এপ্রিল সোমবার ২০২৩ রসুলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী।

জানা যায়,দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হতে হবে। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায়ও স্মার্ট হতে হবে।শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন, “আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে।তোমরা কি প্রস্তুত।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে প্রত্যয় নিয়ে বলেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ।যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ বিশ্ব পরিমন্ডলে পিছিয়ে থাকবে না।মানে প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন।প্রতিটি ছেলে-মেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরো এগিয়ে যাবে।আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট।বিশ্ব থেকে কোন কিছুতেই পিছিয়ে থাকবে না।নিশ্চয়ই আমরা পারবো।
বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজেন্দ্র দেব নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বলেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেমা বেগম প্রমুখ।

এছাড়াও অপরদিকে কাহারোল উপজেলার নয়াবাদ বটতলী হাট এলাকাবাসী ও বাংলাদেশ হিন্দু মহাসংঘের আয়োজনে রামচন্দ্রপুর ইউনিয়নের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!