
সাব্বির হোসেন, বানারীপাড়া //
বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র পৌর কমিটি অনুমোদন করে বরিশাল জেলা জাসদ।গত ২১শে সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বানারীপাড়া পৌর জাসদের কাউন্সিলে হিরু আহমেদকে সভাপতি এবং সৌরভ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে জেলা জাসদ।অদ্য আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আনিচ্ছুজ্জামান আনিচ।প্রধান আলোচক ও বিশেষ অতিথির মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জাসদের সাধারণ সম্পাদক মনতোষ শিকদার ও জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থদেব মন্ডল। এছাড়াও বানারীপাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শ্যামল কুমার মিত্র। আয়োজিত কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে ১৯ সদস্যদের অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কামাল খান,সহ-সভাপতি কামাল হোসেন, মো শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক সানি বেপারী,সাংগঠনিক সম্পাদক সোলাইমান বেপারী, কোষাধ্যক্ষ মো মঈন হোসেন,দপ্তর সম্পাদক মাহমুদ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেতু বেপারী,সাইমুন মোল্লা,আব্দুর রহিম। কাউন্সিল শেষে এ্যাডভোকেট আনিচ নব গঠিত কমিটিকে তাদের দায়িত্ব ও কর্মনিষ্ঠাকে সুন্দরভাবে পালনে অবগত করেন।জাসদ বানারীপাড়া শাখায় আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ ও উল্লাসে মেতেছে সকল পর্যায়ের নেতাকর্মীরা।দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিরু আহমেদ জানায়, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনিচ আমাদের সাংগঠনিক কর্মদক্ষতা পর্যবেক্ষণ করেছে এবং সাধারণ নেতাকর্মীদের সাদরে গ্রহণ ও সমর্থনে আমরা নতুনভাবে জাসদকে শক্তিশালী করার দায়িত্ব পেয়েছি। আমরা জাসদের ২১ দফাকে আদায়ের লক্ষে আন্দোলন করে যাবো।বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনায় আনন্দ মুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হয়।