
আল আমিন স্বাধীন ।
রাজশাহীর বাগমারায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ । গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের মৃত ইমাজ উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন (৪৫), গোবিন্দপাড়া ইউরিয়নের গোবিন্দপাড়া গ্রামের লুৎফর রহমান দেওয়ানের স্ত্রী লুৎফুন্নেছা (৬০) ছেলে আব্দুল কুদ্দুস(৪২),আউচপাড়া ইউনিয়নের কুশলপুর গ্রামের সাব্দুল আলীর ছেলে রেজাউল ( ধোলা) ও মারামারি মামলায় আউচপাড়া ইউনিয়নের নাড়ুপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে রহিদুল ইসলাম(৪৫) কে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ।
সোমবার রাতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।