
আল আমিন স্বাধীন ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাগমারায় মাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন জায়গা থেকে শনিবার রাতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আফজাল হোসেন।
আটককৃতরা হলেন সৈয়দপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আহসান আলী(৪০),ধামিন কৌড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা,মচমইল গ্রামের জতিন সরদারের ছেলে আনন্দ সরদার(২৮),সারন্দী গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউসুফ আলী(২৭)।
স্থানীয় সুত্রে জানা যায় , তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই আঃ মজিদ,এসআই সেকেন্দার আলী, এসআই আঃ মাজেদ, এএসআই জিল্লুর রহমান,এএসআই ফরহাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স ৩২৬ লিটার চোলাই মদ ও ২০গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আফজাল হোসেন বলেন তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছেন।