বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন আর ফকিরহাট উপজেলায় ভর্তি হয়েছেন ৩ জন। এরমধ্যে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গুতে আক্রান্ত শাহবুল সরদার (৪৫) নামে একজনকে ফকিরহাট উপজেলার হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার সকালে মারা গেছেন।

এছাড়া গত জুলাই ও আগষ্ট মাসে ফকিরহাট উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই জন। এ নিয়ে ফকিরহাট উপজেলায় গত তিনমাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফকিরহাট উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এই উপজেলায় তিনমাসে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জুন থেকে এখন পর্যন্ত ফকিরহাটে ১৭৯ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!