
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ইতিবুর রহমান রুন্টু (৪২) নামের এক অস্ত্রকারবারিকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। সে চারঘাট উপজেলার শিবপুর, গ্রামের প্রয়াত ইদ্রিস আলী ছেলে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন (মঙ্গলবার) রাতে তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়।
বুধবার (০১-১১-২০২৩) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কোম্পানী কমান্ডারের কার্যালয়ের প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার ইতিবুর রহমান রুন্টু পরিহিত প্যান্টের বেল্টের সাথে কোমরের সামনের দিকে স্বচ্ছ রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ অস্ত্র বহন করছিল।
র্যাব-৫ এর কমান্ডার ফ্লাইট লেফটেন্যানেন্ট মারুফ হোসেন খান জানান, গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার মীরগঞ্জ মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে র্যাবের একটি টিম। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম ইতিবুর রহমান @ রুন্টুকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে।
সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে র্যাবকে জানায়, বিদেশী পিস্তল ও ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট রেখেছিল। পরে তার বিরুদ্ধে মামলার পর বাঘা থানায় হন্তান্তর করা হয়। তিনি আরও জানান, তার পিসিপিআর যাচাই করে ইতিপূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বুধবার তাকে আদালতে পাঠানো হচ্ছে।