20231013 221236

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলা শাখা ও বাঘা পৌর শাখা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরে কমিটির নাম ঘোষণা করা হয়।

উপজেলায় সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম নির্বাচিত হয়েছেন। বাঘা পৌর সভায় আবদুর রাজ্জাক সভাপতি, সুলতান আহমেদ সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন।

প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, চারঘাট উপজেলার জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, বাঘা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বাবুল ইসলাম, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম বাদশা বরুন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *