
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় দিঘা বাজারে দিন-দুপুরের এক সাইকেল মেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইকেল মেকার উপজেলার দিঘা হিন্দু পাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে খাকচার আলী (৪০) বলে জানা গেছে।
রোববার (১৭-৯-২০২৩) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দিঘা বাজারে নিজ দোকানে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
নিহতের বড় ভাই কাইছার আলী জানান, তার ভাই খাকচার আলী দিঘা বাজারে বাই সাইকেল মেরামতের কাজ করে। রোববার দিঘা বাজারে এসে কাজ করছিল। দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাত দুস্কৃতিকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ দোকানের ভেতরে ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে হত্যার বিষয়টি জানতে পারেন বলে তিনি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল ৮ টার দিকে তাকে দোকান খুলতে দেখেছেন। হত্যার পরে বাম চোয়ালে কোপানোর চিহৃ দেখেছেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে হত্যার কারন সম্পর্কে জানার চেষ্টা করেছেন। তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পরে সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং হত্যার রহস্য উদঘটনে চেষ্টা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ঘটনা স্থলে ছিলো।