received 1050834299380100

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের ৬ষ্ঠ মৃত্যু দিবস উপলক্ষে স্মৃতি চারণ করে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, প্রচার সম্পাদক আশরাফুল আলম, সদস্য সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আললাম আলী।

উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক লালন উদ্দীন, মানবাধিকার কর্মী বৈশাখী সরকার, প্রেস ক্লাবের সদস্য আব্দুল হামিদ মিঞা, আবদুল সালাম প্রমুখ।

উল্লেখ্য, কলেজ শিক্ষক ও সাংবাদিক আলী মুহাম্মদ হাশেম ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। জীবদ্দশায় জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বহু কবিতা, উপন্যাস লিখেছেন।

১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা কফিল উদ্দীনের তিন ছেলের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *