সাব্বির হোসেন,বানারীপাড়া//
“রাখিবো চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ই সেপ্টেম্বর বরিশালের বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক পদযাত্রা ও মাইকিং সহ নানা প্রচারণা কর্মসূচি তুলে ধরেন পৌর  শহরে। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মোঃআব্দুস সালাম, প্রধান উপদেষ্টা বানারীপাড়া ব্লাড ব্যাংক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইদুল ইসলাম রনি প্রতিষ্ঠাতা ও পরিচালক
বানারিপাড়া ব্লাড ব্যাংক,মোঃ শাহিন জমাদ্দার সিনিয়র সহ-সভাপতি বানারিপাড়া ব্লাড ব্যাংক।আরও উপস্থিত ছিলেন নাঈম সেরনিয়াবাত প্রতিষ্ঠাতা ও পরিচালক আগৈলঝারা ব্লাড ডোনার্স ক্লাব এবিডিসি,রাজিব চোকদার প্রতিষ্ঠাতাদেশ মানব কল্যাণ সোসাইটি,সাব্বির হোসেন সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া ব্লাড ব্যাংক, কানাই চন্দ্রশীল কার্যকরী সদস্য বানারীপাড়া ব্লাড ব্যাংক, ফিরোজ সরদার সহ সভাপতি দেশ মানব কল্যাণ সোসাইটি, সুমন  হাওলাদার সহ সভাপতি বানারীপাড়া ব্লাড ব্যাংক, অনিক খালাসী,  মোঃ আসাদুজ্জামান বানারীপাড়া  আনসার বাহিনী কমান্ডার, অনিকসহ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সচেতন সমাজ।বানারীপাড়া ব্লাড ব্যাংক এর কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড থেকে রেলি শুরু হয়ে বানারীপাড়া বন্দর বাজার ঘুরে প্রেসক্লাব এর সামনে সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!