
এম,দিদারুল আলমঃ রাউজান প্রতিনিধি
বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী মরহুম আলহাজ্ব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আ।
মরহুমের বাৎসরিক ফাতেহা উপলক্ষে রাউজান গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকালে কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্টিত হবে। উল্লেখ্য, এ.কে.এম ফজলুল কবির চৌধুরী ১৯১৭ সালের ১ নভেম্বর রাউজানের গহিরা গ্রামের খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী ও মাতৃকুল মধ্যযুগীয় মুসলিম মহিলা কবি রহিমন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরানীর ঔরসে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর বাবা ও দেশ সারাজাগানো তরুন সমাজকর্মি ফারাজ করিম চৌধুরীর দাদা। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন।এ ছাড়াও তিনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল অ্যাকাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন।এ ছাড়া তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপ ও রাউজান সরকারী কলেজের প্রতিষ্ঠাতা। সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। কর্মবীর ফজলুল কবির চৌধুরী ১৯৭২সালে মাত্র ৫৬ বছর বয়সে ঢাকাস্থ বাস ভবনে আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন করেন ইন্নাাালিল্লা ওয়াইন্না ইলাইহি রাজেউন।