
জুয়েল আহমেদ :
রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শামস্ নূর এর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিনের (৭৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ডের সিপাইপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন বৃহস্পতিবার (০৯জুন) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় ডেলটা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না
ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।