
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
আজ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন আদি বুড়িগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার তাপস,
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়, মন্ত্রী দিকনির্দেশনা বক্তব্য রেখে বুড়িগঙ্গা নদী পুন্য খননের কাজ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষ করে মাননীয় মন্ত্রী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দুহাত তুলে মোনাজাতে অংশগ্রহণ করেন।
উদ্বোধনকালে উনার সাথে আরো ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার তাপস ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ছিলেন স্থানিয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
ও স্থানিয় আওয়ামী লীগের এবং অন্যান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।