রেজাউল করিম সিরাজগঞ্জ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন,বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। মানুষের মৌলিক অধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় একমাত্র উত্তোরণের উপায় একটি গ্রহণযোগ্য নির্বাচন। সুতরাং,পাতানো নির্বাচনের পরিকল্পনা ও পায়তারা বাদ দিয়ে কেয়ারটেকার সরকারের দাবী মেনে নিন।

২৩ সেপ্টেম্বর শনিবার,৬৬,সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের উদ্যোগে আয়োজিত প্রধান পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মশালা ও
দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচিস্থ শহীদ ফরিদুল স্মৃতি মিলনায়তনে আসন পরিচালক,বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকারের সভাপতিত্বে ও আসনের সদস্য সচিব,উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অর্ধদিবস ব্যাপী কর্মশালা ও দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।
কর্মশালায় ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ আলী আলম,আসন কমিটির পরিচালক অধ্যাপক নুরুন্নবী সরকার, বেলকুচি উপজেলা সাবেক নায়েবে আমীর অধ্যাপক মাওঃ গোলাম আযম,
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,আসন কমিটির ছাত্র সদস্য,চৌহালির কৃতি সন্তান, ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী আনোয়ার হোসেন, চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মু.সালেহ, বেলকুচি উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রাজ্জাক,এনায়েতপুর থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন,বেলকুচি পৌরসভা আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,বেলকুচি উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী ও এনায়েতপুর থানা শিবির সভাপতি খন্দকার ফয়সাল আহমদ প্রমূখ।

বিশেষ অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনের কর্মসূচিতে উপস্থিত সকল দায়িত্বশীলবৃন্দকে ভোট কেন্দ্র ভিত্তিক জনগণকে সাথে নিয়ে ময়দানে কাংখিত ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *