
রেজাউল করিম বেলকুচি প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নে সমেশপুর গ্রামে এক বৃদ্ধা মহিলাকে ভূতের হাত থেকে রাত দুইটার সময় পাশের বাড়ির কূপ থেকে পাণ বাচালেন এলাকাবাসী।
জানা যায় ভূতে তাকে নিয়ে যাওয়ার সময় আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে আশে পাশের লোকজন এসে বৃদ্ধাকে কূপের ভিতর দেখতে পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত এসে বৃদ্ধাকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে।
উদ্ধারের পর ভুক্তভোগী জানান আমাকে রাত দুটার সময় ঘর থেকে ভূত বের করে এনে কূপের ভিতর ফেলে দেয়। আমি বাঁচার জন্য চিৎকার করলে সবাই এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
এঘটনায় প্রতিবেশিরা জানান বৃদ্ধার সাথে ভূত আছে সেই ভুত তাকে কূপে ফেলে দেয়। পরে এবিষয়ে গভীর ভাবে তদন্ত করেও কোন রহস্য পাওয়া যায়নি। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলে জানা যায়।