inbound3829212722460313292

 

রেজাউল করিম সিরাজগঞ্জ  :

কেন্দ্র ঘোষিত ৩ দিনব্যাপি অবরোধ কর্মসূচী’র ২য় দিবসে- আওয়ামী সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীর জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম- উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘোষিত ৩’দিনের সড়ক,নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচী’র ২য় দিবসে সিরাজগঞ্জের-বেলকুচি মহাসড়কের সূবর্ণসাড়া বাসস্ট্যান্ড ও আমবাড়িয়া সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ,পিকেটিং ও ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে মিছিল করে তারা। পরে আওয়ামী নেতা কর্মীরা বাধা দিলে সেখানে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।

inbound1198050955188263154

আজ বুধবার (১ নভেম্বর) সকালে,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অবরোধ কর্মসূচীতে এসময় আরও উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

inbound5724825294602564855

পরে বেলকুচির আমবাড়িয়া বাসস্ট্যান্ডে রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক বদর তালুকদার এর নেতৃত্বে কর্মীদের সাথে নিয়ে বেলকুচি থানা প্রশাসনের সহযোগিতায় জনগনের জানমাল নিরাপত্তায় এলাকার বিভিন্ন স্থানে পাহাড়া দিয়ে দফায় দফায় বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *