
নরসিংদী জেলা থেকে
নরসিংদীর বেলাবতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উজিলাব এ.আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন সিনিয়র প্রকৌশলী ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল আমিন ভূঁইয়া (বাচ্চু)। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সিফাত ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালেক মাস্টার, সাবেক প্রধান শিক্ষক মোঃ নাজমুল কবির,
ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলা উদ্দিন প্রধান, ছানা উল্লাহ ভূঁইয়া, সদর উদ্দিন সেন্টু, মোশারফ হোসেন নিলু, আতা উল্লাহ ভূঁইয়া, জসিম উদ্দিন, মোঃরাসেল ভূঁইয়া। এসময় অত্র বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক -শিক্ষিকাসহ অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।