
আলাউদ্দীন আহমেদ স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার বড় ভাইয়ের ইটের আগাতে ছোট ভাই নিহত হয়েছে।
শুক্রবার সন্ধা ৬টার দিতে সলংঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির হয়।
এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়
এঘটনায় সলংঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, পাচলিয়া গ্রামে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিতহতর ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।
এ ঘটনায়, হত্যাকারি পালাতক রয়েছে এখন আটক করতে পারেনি দ্রত আটকের চেষ্টা চলছে।