
পরশুরাম থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সহ গ্রেফতার ১ জন।
ফেনী পরশুরাম উপজেলা বক্সমাহামুদ ইউনিয়নের দঃ টেটেশ্বর বাবুলের চা দোকানে পশ্চিম পাশে ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সহ এক ছোরা কারবারিকে আটক করে পুলিশ
ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায়
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুঃ খালেদ হোসেন এর নিদের্শে এএসআই(নিঃ)/আব্দুল মতিন, এসআই(নিঃ) শেখাব উদ্দিন সেলিম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাচালানকারী
মোঃ জসিম উদ্দিন প্রকাশ সবুজ (৩২), পিতা- আব্দুল মান্নান, মাতা- আমেনা বেগম স্থায়ী : গ্রাম- ধর্মপুর (সাতের বাড়ী, ডাকঘর-সমপাড়া) , থানা- চাটখিল, জেলা–নোয়াখালী’র
আসামী ভারত-বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশী মুদ্রা দিয়ে ভারতীয় পন্য অবৈধভাবে ভারত সীমান্ত হইতে বাংলাদেশে আনায়ন করায় আসামীর বিরুদ্ধে এএসআই(নিঃ)/আব্দুল মতিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এজাহার দায়ের করিলে উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।