
মোঃ আনোয়ার হোসেন
ডিমলা, নীলফামারী প্রতিনিধি:
অসমর্থিত সুত্রে জানা যায়, ভারতের সিকিম রাজ্যে তিস্তা নদী বাঁধ ভেঙে গেছে বলে সংবাদটি ছড়িয়ে পড়ায় নীলফামারী জেলার ডালিয়া তিস্তা ব্যাবেজ এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এরই মধ্যে গত ২/৩দিন একটানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি।
এরই মধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই, দোহলপাড়া, বাঘের চর,টাপুর চর এলাকায় তিস্তার পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন। টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী পুর্ব চরখড়িবাড়ী, উত্তর চরখড়িবাড়ী এলাকায় দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন ইসলাম ও সাবেক চেয়ারম্যান মইনুল হক জানিয়েছেন। ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা, বাইশপুকুর, সতীর চর,এলাকায় তিস্তা নদী পানি বৃদ্ধি পেয়ে চরান্চল প্লাবিত হচ্ছে। এরফলে ডিমলা তিস্তা নদী এলাকার লোকজন আতংকিত হয়েছে। এবিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে ডালিয়া পাউবোর কতৃপক্ষ।