
এ এস খোকন, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে এ মহড়া অনুষ্ঠিত হয়। গ্রামের মহিলাদের অগ্নি সচেতনতা বৃদ্ধির জন্য এ অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শিত হয়। এ উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) সকালে এমজেএসকেএস টেকসই প্রকল্পের উদ্যোগে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় পাড়ায় পাড়ায় দলীয় মহিলা সদস্যদের দূর্যোগ প্রশমনের গুরুত্ব বোঝাতে গ্রাম পর্যায়ে র্যালী, আলোচনা সভা ও অগ্নি নির্বাপন মহড়ার অংশ হিসেবে মাওলানা পাড়ায় দলের সভাপতি ছায়রা বেগম উপকরন দিয়ে এ অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন। উল্লেখ্য প্রতি বছর এ গ্রামাঞ্চলের মানুষের বাড়িতে আগুন লাগার ফলে তাদের ঘর-বাড়ী, আসবাবপত্র, গরু ছাগল পুড়ে মারা যাওয়া সহ ব্যাপক পরিমানে আর্থিক ক্ষতি সম্মুখীন হয়। তাদের এ ক্ষতির হাত থেকে বাঁচাতে গ্রামের মহিলাদের অগ্নি সচেতনতা বৃদ্ধির জন্য হাতে কলমে এ অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।