
এ এস খোকন, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও এমজেএসকেএস টেকসই প্রকল্প ভুরুঙ্গামারীর যৌথ উদ্যোগে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধূরী। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও টেকসই প্রকল্পের ইউনিট ম্যানেজার এবং দলীয় পর্যায়ের নেত্রী ও দলীয় সদস্যগন উপস্থিত ছিলেন।