
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে টিএমএসএস এর উদ্যোগে পিপিইপিপি-ইইউ প্রকল্পের অতিদরিদ্র নারী সদস্যদের মাঝে ৩০ দিন ব্যাপী অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক সেলাই প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। পাথওয়েজ টু প্রোসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্প শিলখুড়ী উপ-প্রকল্প ইউনিটের আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়।
এ উপলক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিলখুড়ী টিএমএসএস কার্যালয়ে বাস্তবায়নকারী সংস্থা টিএমএসএস ধলডাঙ্গা শাখা শিলখুড়ী উপ-প্রকল্প ইউনিটের আয়োজনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস কারিগরি কর্মকর্তা আব্দুল আলিম সরকার। টিএমএসএস জোন প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শামছুল আলম, আব্দুল কাদের, টিএমএসএস ভূরুঙ্গামারী এরিয়া ম্যানেজার রুহুল আমিন এবং সহকারী কারিগরী কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রতিবন্ধী ০১ জন এবং ২৪ জন অতিদরিদ্র নারী প্রশিক্ষনার্থী সদস্যদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরন করা হয়। উল্লেখ্য ২৩ আগষ্ট প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর এ সেলাই প্রশিক্ষন কার্যক্রম শেষ হয়।