
এ এস খোকন, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাধ্যমে পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারনে দূর্যোগ প্রশমনের গুরুত্ব বোঝাতে বিদ্যালয়ের শ্ক্ষিার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ পথ নাটক প্রদর্শিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ‘‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমজেএসকেএস টেকসই প্রকল্পের উদ্যোগে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে পথ নাটক প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এমজেএসকেএস এর কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন দলের মহিলা সদস্য ও এলাকাবাসী।