
এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টিএমএসএস এর উদ্যোগে পিপিইপিপি প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমুহ সম্পর্কিত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, টিএমএসএস‘র প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলম, এরিয়া ম্যানেজার রুহুল আমিন, কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) আঃ আলীম সরকার, কমিউনিটি মবিলাইজেশন কারিগরি কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য এনজিও প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীগন।