আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
প্রথম পর্বের পর

নকলাঃউজান থেকে নেমে আসা ঢল আর অবৈধ বালু উত্তোলনের ফলে ভোগাই নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে।বিগত কয়েক বছরে শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের বেনীরগোপ গ্রামে ভোগাই নদীর করাল গ্রাসের ফলে বিলীন হয়েছে গ্রামটির পারিবারিক কবরস্থান,ওয়াক্তিয়া মসজিদ,দোকানপাঠ,বসতবাড়ি ও এলাকার গুরুত্বপুর্ন স্থাপনাসমুহ এবং শত শত হেক্টর ফসলি জমি।নদীভাঙ্গনের হুমকির মুখে রয়েছে আরো অনেক তীরবর্তী মানুষের ঘরবাড়ি,বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়।এলাকাবাসীর মধ্য থেকে আঃ আওয়াল মীর,আঃ ওয়াদুদ,আলহাজ্ব হাবিবুর রহমান হবি,আবু বক্কর সিদ্দিক,মুনছুর আলী মীর,আঃ ছালাম মাষ্টার,আঃ খালেক,ইব্রাহিম খলিল,মাহফুজুর রহমান,মাও সোহেল রানা,গোলাম ছারুয়ার হিরা,মনিরুল ইসলামসহ আরো অনেকে জানান একদিন তাদের অনেক কিছু ছিলো নদীভাঙ্গনের ফলে আজ তারা নিঃস্ব।একসময় এই লোকগুলো মানুষকে সাহায্য করতো আর আজ তারা নদীর কাছে সব হারিয়ে অন্যের সহযোগিতা নিয়ে চলছে অনেকেই।

নিউজের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন দৈনিক সোনালী সময় পত্রিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *