
আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের নকলা ও নালিতাবাড়ী এই দুই উপজেলায় ভোগাই নদীর রাক্ষুসে থাবায় বিলীন হওয়ার আশংকায় বেশ কিছু গ্রাম।
নকলাঃশেরপুর জেলার নকলা উপজেলার বেশকিছু গ্রাম অচিরেই বিলীন হতে বসেছে নদীগর্ভে।উপজেলার ৩নং উরফা ইউনিয়নে কালরাক্ষুসী ভোগাই নদীর তান্ডব যেন নিয়মিত ব্যপার।তারকান্দা-পিছলাকুড়ি গ্রামের তারকান্দা বাজার সংলগ্ন মুল রাস্তাটি এখন ভোগাইয়ের পেটে।নদীগর্ভে রাস্তা চলে যাওয়ায় গাড়িসহ সাধারন মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।পাশ্ববর্তী গ্রাম উরফাতেও চলছে ভোগাইয়ের তান্ডব।এদিগে নকলা উপজেলার অবহেলিত গ্রাম বেনীরগোপে ভোগাই নদীর ভাঙ্গনের ফলে নকলার মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশংকায় এই ছোট গ্রামটি।দৈনিক সোনালী সময় সরেজমিনে গেলে হাউমাউ করে কাদতে থাকে বেনীরগোপ গ্রামের প্রবীন মুরুব্বি আঃ ওয়াদুদ,আঃ জব্বার,হাজ্বী হাবিবুর রহমন,শহরভানু বেগমসহ প্রমুখ,ক্যামেরার সামনে তারা তাদের দুঃখের কথা তুলে ধরেন। নিউজ করতে গিয়ে তাদের এই করুন অবস্থা দেখে এই প্রতিবেদক নিজেই কেদে ফেলেন।
নিউজের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন দৈনিক সোনালী সময় পত্রিকায়।