
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়ির নজরুল ইসলাম সুজনের দেড় বছর বয়সী মেয়ে তাজলিম ইসলাম মেহেরীন মাছ রাখার পানির ড্রামে ডুবে মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ মে) দুপুরে ঐ শিশুর নিজ ঘরে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ শাহ্ আলম রাজন জানান,
শিশুটি তার ভাতিজী সম্পর্কিত। ঘরে থাকা মাছ রাখার একটি ড্রামে শিশুটি খেলতে গিয়ে পরিবারের সকলের অগোচরে পড়ে যায়।
কেউ না দেখায় সে ড্রামে থাকা ঐ পানিতে ডুবেই সে মারা যায়।