received 688255989677495

শাহিন আলম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:সীমান্ত নদী মহানন্দার উপর আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ফহরমঘাট এলাকায় ভিত্তি ফলক উম্মোচনের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। এ উপলক্ষে বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব,সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী প্রমুখ।প্রসঙ্গত: বহুপ্রতিক্ষিত এ সেতুটি নির্মিত হলে ভোলাহাট উপজেলার দলদলি ও গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *