ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি বিজেপি’র মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা সিদ্দিকাকে (রঃ) নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ফান্দাউক দরবার শরীফ প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ জুন দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের মেইন রোড মোড়ে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী সমাবেশে সৈয়দ আশরাফ হোসাইন শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফান্দাউক দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী, ফান্দাউক মদিনাতুল উলূম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ভূইঞা, ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হোসাইনী, সহ সভাপতি মাওলানা সৈয়দ বাকের মুস্তফা আল হোসাইনী, মাওলানা সালমান ফার্সী, সেক্রেটারি মাওলানা মুফতি শাহ আল মাছুমী ও মাওলানা নাজিমুদ্দিন মাছুমীসহ স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলামনবৃন্দ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা, বিজেপি নেতাদের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও প্রতিহিংসামূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই ঘটনায় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, মহানবী (সাঃ) এর প্রতি ভালোবাসা ও তাঁর সম্মান রক্ষার্থে সকল মুসলমান তাদের জীবন কোরবান করতে পারে। ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *