
সাথী সুলতানা,স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা
নিয়ে গঠিত কাজীপুর উপজেলা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যান্ত আস্হাভাজন
জাতীয় চার নেতার অন্যতম ক্যাপটেন মনছুর আলীর পরিবারের বিশ্বস্ত সহচর এবং প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মাদ নাসিম এর হাতে গড়া সৈনিক ও বর্তমান
সিরাজগঞ্জ -১ কাজীপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির আস্হাভাজন কাজীপুর উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী।
উল্লেখ যে চলতি অর্থ বছরে জনাব খলিলুর রহমান সিরাজী,চেয়ারম্যান কাজীপুর উপজেলা পরিষদ হিসেবে স্ব উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প বাছাই গ্রহণ
মনিটরিং ও বাস্তবায়ন এর ক্ষেএে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।২০২৩ সালে কাজীপুর উপজেলায় এডিপি উপজেলা পরিষদ, ২০২২-২০২৩ ও উপজেলা
পরিচালন উ্নয়ন প্রকল্পর মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন বাস্তবায়িত করেছেন,
সূত্রে জানা যায় উপজেলার ছালাভরা সরকারি প্রাঃ বিদ্যালয়ে কে প্যালাসাইডিং কাজ বাবদ১,২২,০০০ সিবি দূর্গতিয়াপাড়া সরঃ প্রাঃ বিঃ বাউভারী ওয়াল নির্মাণ বাবদ ৩,০০,০০০, ফুলজোড় সরঃ প্রাঃ বিঃ কে
বাউন্ডারি ওয়াল নির্মাণ বাবদ ২,০০,০০০,, চরভানুডাঙ্গা সরঃ প্রাঃ বিদ্যালয়কে ৭ জোড়া বেঞ্চ, খাসজোড়গাছা সরঃ প্রাঃ বিদ্যালয়কে ১৪ জোড়া বেঞ্চ,
চালিতাডাঙ্গা সরঃ প্রাঃ বিদ্যালয়কে ৭ জোড়া বেঞ্চ,
বিলদুয়ারিয়া বেতগাড়ী সরঃপ্রাঃ বিদ্যালয়কে মাটি ভরাট বাবদ ৩,১০,০০০, পূর্ব খুকশিয়া সরঃ প্রাঃ বিদ্যালয়কে মাটি ভরা বাবদ ১,৩০,০০০ খাসজোড়গাছা সরঃপ্রাঃ বিদ্যালয়কে মাটি ভরাট ও টয়লেট নির্মাণ বাবদ ১,৪০,০০০, কোনাবাড়ী সরঃপ্রাঃ বিদ্যালয়ের রাস্তা নির্মাণ বাবদ ৬,যে টন ঢেকুরিয়া সরঃপ্রাঃবিদ্যালয়ের রাস্তা নির্মাণ বাবদ ৪,যে টন দুবলাই মধ্যেপাড়া সরঃপ্রাঃ বিদ্যালয়ের রাসৃতা নির্মাণ বাবদ ৪যে,টন, ভাটিমেওয়াখোলা সরঃ প্রাঃ বিদ্যালয়কে মাটিভরা বাবদ ১,০০,০০০, পশ্চিম শালগ্রাম সরঃপ্রাঃ বিদ্যালয়কে রাস্তা নির্মাণ বাবদ ১,২৫,০০০ আমন মেহার সরঃ প্রাঃ বিদ্যালয়কে ভবন মেরামত বাবদ ৭৫, ০০০, জুনকাইল সরঃপ্রাঃ বিদ্যালয়কে ভবন মেরামত বাবদ ১,০০,০০০, কান্তনগর সরঃ প্রাঃ বিদ্যালয়কে গাইড ওয়াল নির্মাণ বাবদ ১,৮০,০০০, ডগলাস ভেটুয়া সরঃপপ্রাঃ বিদ্যালয়কে প্যালাসাইড নির্মাণ বাবদ ৩,১২,২০০, বরইতলা সরঃপ্রাঃ বিদ্যালয়কে ভবন নির্মাণের জন্য অতিরিক্ত ইট বাবদ ১,৬৯,১৯৪, প্রমুখ উন্নয়ন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।শিক্ষার মান উন্নত করতে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের।
শিক্ষকদের দায়িক্ত পালনের জন্য শিক্ষককে আন্তরিক হতে হব। শিক্ষককে সমাজের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। শেণীকক্ষে শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান ও শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যে উপর নির্ভর করবে শিক্ষার গুনগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোন দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। উক্ত উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন মূলক তথ্য কাজীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব হাবিবুর রহমান বলেন, কাজীপুর উপজেলার চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী, মহোদয় উপজেলার ২৩৭ টি বিদ্যালয়কে শুধু অর্থ নৈতিক সহযোগিতাই নয় তিনু প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে প্রত্যকটি বিদ্যালয়ের খোজ খবর নেন,এবং শিক্ষকদের পাঠদান কর্মসূচী সম্পর্কে ও পরামর্শ দিয়ে থাকেন। সর্বোপরি একজন সফল উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী মহোদয় আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক মহৎপ্রাণ।কাজীপুর উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী
জানান, গণপ্রজাতন্এী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্এী জননেএী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে নেএীর বিশেষ অনুদান এবং আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মাদ নাসিম সাহেবের সুযোগ্য সন্তান সিরাজগঞ্জ -১আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের দিকনির্দেশনায় আমি উপজেলার শিক্ষা ব্যবস্হার ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।