
আল আমিন স্বাধীন ।
নওগাঁর মান্দায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
সোমবার (২৭জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা ।
এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রামানিক ।
জানা যায়, কাউকে না জানিয়ে বিদ্যালয়ে গোপন কমিটি গঠন করা হয়েছে কোনরকম ভোটার তালিকা প্রকাশ না করে প্রচার প্রচারণা ছাড়াই কমিটি গঠন করা হয়েছে মানববন্ধনের মাধ্যমে কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । অভিভাবকরা বলেন আমরা পুরাতন কমিটি চাইনা আমরা নতুন কমিটি চাই এবং এই বিদ্যালয়ের দুই জন শিক্ষকের নামে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ মিথ্যা ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফজলে খোদা বলেন আমি এবং আমার সহকারি শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা । এই অভিযোগ তারা উঠিয়ে নিয়ে বিদ্যালয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে চলার আহ্বান জানাচ্ছি ।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের সভাপতির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।