আল আমিন স্বাধীন ।
নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মান্দায় বজ্রপাতে জমশেদ আলী (৩৫) ও জেহেরে আলী (৭০) নামে ২ কৃষক নিহত হন ও আহত হন কছিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৭০) এবং ফরহাদ হোসেনের ছেলে আসলাম (৪৫) নামে আরো দুইজন কৃষক ।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১২ টার দিকে ৯নং তেতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে । নিহতরা সবাই ৯ নং তেতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা এদের মধ্যে নিহত জমশেদ আলী নারায়নপুর উত্তর পাড়া গ্রামের সেফাতুল্লার ছেলে এবং জহের আলী নারায়ণপুর পশ্চিমপাড়া জুম্মন আলীর ছেলে ।

নারায়নপুর বাসিন্দা রেজাউল ইসলাম জানান , হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় একই সঙ্গে বৃষ্টি শুরু হয় এসময় চৌদ্দমাইল মোড়ের পাশে জয় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে কৃষকের ধান রোপনের কাজ করেছিলেন আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেয়ার জন্য তারা চৌদ্দমাইল মরে আসার সময় বজ্রপাতে মৃত্যু হয় ।

আরো জানা যায়, কৃষকের মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলে জমশেদ আলী ও জেহের আলী মারা যান । আহতদের সাবাই হাট তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয় ।

এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা ও সেই সাথে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল ও ইউপি সদস্য বাবুল আলী । এমদাদুল হক মোল্লা নিহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!