
সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মায়ের মেলা সংস্কৃতি একটি অঙ্গ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কেঁদে বেড়ায়। সেসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এই মেলায় আসবে, মাকে স্মরণ করবে। যার মা নেই তার বেঁচে থাকা খুবই কঠিন। আমিও হারিয়ে যাওয়া মায়ের জন্য একটি মায়ের মেলা করব। সোমবার(২ আগষ্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্স মঞ্চে মায়ের মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মায়ের প্রতি ভালোবাসার প্রমান এই মায়ের মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ বেগম। মা না থাকলে একজন মমতাজ বেগম সৃষ্টি হতো না। আমি মনের করি প্রতিটি জেলায় এই মায়ের মেলার আয়োজন করা দরকার।
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দুই দিন ব্যাপী মায়ের মেলা আয়োজন করা হয়। মায়ের মেলায় দ্বিতীয় দিন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা- উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।