রোমান মৃধা রুবেল বাংলাদেশ প্রতিনিধি প্রতিবেদক। মালদ্বীপ থেকে আরও বিনিয়োগের প্রত্যাশা রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মালদ্বীপের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। সফররত মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম শনিবার (১৩ মে ২০২৩) সন্ধ্যায় বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।
বাংলাদেশ ও মরিশাস ব্যবসা-বাণিজ্য বাড়াতে যৌথভাবে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ ও মরিশাস দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রসমূহ অন্বেষণে পর্যটন, শিক্ষা, কৃষি, যোগাযোগ, কানেক্টিভিটি এবং আইসিটি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহী। শনিবার (১৩ মে ২০২৩) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মরিশাসের সফররত প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপনের সাক্ষাৎকালে তাঁরা এ অভিন্ন মতামত ব্যক্ত করেন। এর আগে বাংলাদেশের রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা রাষ্ট্রপতি ভবনে ফুলের তোড়া দিয়ে মরিশাসের সফররত প্রসিডেন্ট ও তাঁর সহধর্মিনী সযুক্তা রূপনকে স্বাগত জানান।