নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নিতে যাওয়া সেলিনা আক্তার (২৪) নামের এক তরুনিকে তার ইচ্ছার বিরুদ্ধে একই সময়ে দুইটি টিকা পুঁশ করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনার তৃতীয় ডোজ নিতে যান ওই তরুনি। একবার ডোজ দেয়ার পর ওই তরুনি যখন হাত তুলোদিয়ে চেপে ধরে রাখেন। এই সময় টিকাদানে দায়িত্বে থাকা নার্স তাতে আরও একটি ভ্যাকসিন তার পুঁশ করে দেন। এসময় সেলিনা আক্তার চিৎকার করে বলেন, আমাকে ডাবল ডোজ কেন দিলেই। এই কথার পর পরই ওই নার্স সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই তরুনিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভুক্তভোগী ওই তরুনি সেলিনা আক্তার বলেন, আমাকে একটা ভ্যাকসিন দেয়ার পর যখন হাত চেপে ধরে বসে থাকি সেই সময়ে আরও একটি ভ্যাকসিন আমার শরীরে পুঁশ করে দেন দায়িত্বে থাকা একজন নার্স। শরীরে অসুস্থ্য বোধ হওয়াতে হাসপাতালের চিকিৎসক ডা: কামরুল হাসান আমাকে ভর্তি থাকার পরামর্শ দেন। এখন হাসপাতালে ভর্তি আছি। আমি এর সুষ্ট বিচা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *