
রাকিব হাসান রোশান:
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরদী উপজেলা, পাবনা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে মো: মোক্তার হোসেন বিপুল ভোটের ব্যাবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৬ মে বৃহস্পতিবার ঈশ্বরদীর আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম অধিবেশন উদ্ভোদন করেন স্থানীয় সংসদ সদস্য জনাব নুরুজ্জামান বিশ্বাস। এসময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিকেলে দ্বিতীয় অধিবেশনে শুরু হয় শিক্ষকদের ভোট গ্রহণ। শিক্ষক সমিতির সদস্যগণ নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। দেখা যায় উৎসবের আমেজ।
ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে সাধারণ সম্পাদক হিসেবে মো: মোক্তার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান রবি পেয়েছেন ২০৬ ভোট।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো: মোক্তার হোসেন ঈশ্বরদী উপজেলার ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। গুণী শিক্ষক এবং সর্বজন শ্রদ্ধেয় মানুষ হিসেবে তিনি সকলের নিকট সমাদৃত।