32b37f0e e92c 4173 b657 b5b23a8a9dab

শহিদুল ইসলাম, প্রতিনিধি:

৯ অক্টোবর ২০২৩, সোমবার মোগলাবাজারের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, নন্দিত আলোচক বিশিষ্ট কলামিষ্ট ও নারিনদা, ঢাকা’র প্রথম মসজিদ ঐতিহাসিক বিনাত বিবি সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মূফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী’র যুক্তরাজ্য আগমন উপলক্ষে মোগলাবাজার ইউকে প্রবাসী নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আবদুল মজিদ (লাল মিয়া) ও পরিচালনা করেন শেবুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন আবদুল মুহিদ, শাহাব উদ্দিন, আবদুল আজিজ, ডা. রিয়াজ আহমেদ শুভ, আশরাফ আলি ছানা, সামছুল ইসলাম, নিজাম উদ্দিন, তৈয়ব আলী সাজু, ইকবাল হোসেন, খালেদ আহমেদ, নাসির উদ্দিন, ডা. ফজলুর রহমান খালেদ, কুতুব উদ্দিন, আলিম উদ্দিন ফয়সাল,সেলিম আহমেদ সাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *