
মোঃ আব্দুর রফিক খান
একপাশে তিস্তা অন্যপাশে যমুনা মাঝখানে মোল্লার চর,
উচুঁ উচুঁ মাটির ঢিপির উপর ছন আর টিনের ঘর,
মিলেমিশে রয় সবাই নয়কো কারো কেহই পর,
চরের মানুষের অতি সহজ সরল মন,
দরিদ্র হলেও করতে পারে অতিথিয়ান,
গিয়েছিলাম সেথায় জীবিকার তাগিদে,
যুগ পার হয়েছে তাও তাদের কথা আছে মনেতে,
গোলা ভরা নেই ধান নেই সিন্দুক ভরা টাকা কড়ি,
ভালবাসা দিয়েই আমার মন নিয়েছিল কাড়ি,
চরে চাষ হয় পাট,ভুট্টা আর বাদাম,
বর্ষায় গাছের ডালে ডালে ফুটে কদম,
পদে পদে যুদ্ধ করে তাদের জীবন যাপন,
শীত গ্রীষ্ম বর্ষা হলো তার কারণ,
শীত কালে দারুণ শীত মুখে না যায় বলা
অসহ্য হয়ে কেও গায়ে দেয় ছালা,
গ্রীষ্মের তাপদহন বাঁচেনা যেন প্রাণ,
তপ্ত খরার মাঝেও তারা থাকে এহেন,
বর্ষায় তীব্র নদীর স্রোত তলিয়ে যায় চারদিক
হয়ে যায় তারা অজানা পথের পথিক,
নদীর মাঝে বিলিন ঘর বাড়ি গবাদি পশু,
নদীর মাঝে হারিয়ে যায় কতই না শিশু,
সহস্র প্রতিকূল ধ্বংসাত্মক শক্তির সাথে
মোকাবিলা করে তারা আবার নতুন স্বপ্ন গাঁথে