
মোঃ সাইফুল ইসলাম
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন মামলার হাজতি সাথে এই মামলার ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
বিয়ের বর কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাও গ্রামের এর ছমির আলীর ছেলে তার নাম রায়হান হোসেন সে ২০২২ সালের মে মাস থেকে নারী ও শিশু নির্যাতন বিচারাধীন মামলায় কারাগারে আছেন।
এ সময় জেল সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছেন মহামান্য হাইকোর্টের নির্দেশে ভিকটিম ও উভয় পরিবারের সম্মতিতে ইসলামী শরীয়া মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
বিয়ের ব্যাপারে ভুক্তভোগী লাবনী আক্তার বলেন, আমাকে জোর করে কিডন্যাপ করে ধর্ষণ করে। পরবর্তীতে রায়হানে বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা দায়েরের পর দুই পরিবারের আলোচনার মাধ্যমে আমি এ বিয়েতে সম্মতি জানাই, তখন মৌলভীবাজার জেলা কারাগারে আমাদের বিয়ে হয়।