রেজাউল করিম সিরাজগঞ্জ  :
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে- সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে  অভিযান চালিয়ে ১৬২ টি চায়না জাল আটক করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।

সোমবার (১১ সেপ্টেম্বর)  সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর সদর অংশের বিভিন্ন স্থানে কম পানিতে ও তীরবর্তীস্থানে পেতে রাখা চায়না দুয়ারী গুলো অভিযান করে তুলে এনে আগুনে পুড়িয়ে  ধ্বংস করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানকালে  সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী  মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  মোঃ জহিরুল ইসলাম এবং নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!