
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ছেলে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন তার ছেলে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে বাবা ও দুপুর ৩ টার দিকে মণিরামপুরের সুতিঘাটা রেললাইনের ওপর ছেলে আত্মহত্যা করেন ।
নিহত বাবা সুলতানপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৬০) ও ছেলের নাম মোঃ সোহেল হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ আমিনুল ইসলাম।
তিনি জানান, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে মোঃ সোহেল।
তাদের পরিবারে অশান্তি চলছিলো। পারিবারিক কলহের কারণে আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহেগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা প্রথমে আত্মহত্যা করেছে।
এ খবর শুনে ছেলে দুপুর ৩ টার দিকে সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।